দোল খেলবেন না এমন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বড় কোন জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মেনেই এইবারের হোলি উৎসবে আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর পর সঙ্গে সঙ্গে একে একে বড় নেতারাও সেই একই ঘোষণা শুরু করে দিলেন। প্রথমে মোদির সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার পরে পরেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়ে দিয়েছেন দোল খেলবেন না। হোলি মিলনে অংশ নেবেন না। কারণ একটাই- করোনাভাইরাস আতঙ্ক। বিজেপির সভাপতি জগত প্রকাশ নাড্ডা (জে পি নাড্ডা) বলেছেন, করোনার প্রাদুর্ভাবের কারণে এবার হোলি খেলার আয়োজনে অংশ নিচ্ছে না তিনি। জে পি নাড্ডা এক টুইট বার্তায় বলেছেন, বিশ্ব এখন কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে লড়াই করছে। বিভিন্ন দেশ ও চিকিৎসকরা হাতে হাত রেখে কাজ করছে। এমন অবস্থায় আমি ঘোষণা করছি, এবার আর কোন হোলি আয়োজনে অংশ নিচ্ছি না কিংবা হোলি খেলছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।