কর্তারপুর করিডর নিয়ে চুক্তি স্বাক্ষর কর ভারত ও পাকিস্তান। কর্তারপুর করিডর দিয়ে ভারতীয় শিখদের পাকিস্তানে শিখ তীর্থক্ষেত্র দরবার সাহিবে যাওয়ার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হল ‘জিরো পয়েন্ট’-এ। সীমান্তরেখা থেকে মাত্র চার কিলোমিটার দূরে রয়েছে দরবার সাহিব। কর্তারপুর করিডর দিয়ে যেতে হয় দেরা বাবা নানক শিরিনের দরবার সাহিব নামক শিখ ধর্মক্ষেত্রে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নরোয়াল জেলায় অবস্থিত এই শিখ ধর্মক্ষেত্র। জানা যায়, এখানেই শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেব তাঁর জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন। মৌ চুক্তি স্বাক্ষরের পরে যুগ্ম সচিব সিএল দাস বলেন, ‘ভারতীয় বংশোদ্ভূত তীর্থযাত্রীরা এই কর্তারপুর করিডর ব্যবহার করতে পারবেন। ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন তাঁরা। কেবল বৈধ পাসপোর্ট থাকলেই হবে। যাতায়াতের জন্য তৈরি হচ্ছে সড়কপথ। করিডর উদ্বোধনের আগেই কাজ শেষ হয়ে যাবে। ভোর থেকে সন্ধে পর্যন্ত ওই করিডর খোলা থাকবে। যাঁরা সকালে আসবেন তাঁদের একই দিনে ফিরে যেতে হবে। সারা বছরই এই করিডর খোলা থাকবে। তবে কয়েকটি বিশেষ দিনে এটি বন্ধ থাকবে। তবে সেগুলি আগে জানিয়ে দেওয়া হবে। আগামী মাসের ৯ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন করিডরটি।’