৩৭০ ধারা বিলোপের পর ৩ মাস কেটে গেছে, কিন্তু কেন এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি কাশ্মীর উপত্যকায়৷ এই প্রশ্ন তুলে শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই কেন্দ্রকে কোণঠাসা করতে সরব হয়েছিল বিরোধীরা৷ আজ কাশ্মীর নিয়ে রাজ্যসভায় বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিরোধীদের প্রশ্নবাণের মুখে তাঁর জবাব, ‘আমরা সবাই জানি, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি হওয়ায় কাশ্মীরে টেনশন রয়েছে৷ ইন্টারনেটের বিষয়ে বলব, প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঠিক সময়ে চালু হয়ে যাবে ইন্টারনেট৷’ তিনি এও বলেন, ৫ আগস্টের পরে (৩৭০ ধারা বিলোপের পর) পুলিশের গুলিতে একজনও মারা যায় নি। পাথর ছোঁড়ার ঘটনা হ্রাস পেয়েছে।