দেশ

কেরল বিধানসভায় সিএএ বাতিলের প্রস্তাব

কেরল বিধানসভায় পেশ হল সংশোধিত নাগরিকত্ব আইনকে বাতিল করার প্রস্তাব। মঙ্গলবার বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এই প্রস্তাব পেশ করেন। প্রস্তাবে বলা হয়েছে, দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ধ্বংস করে দেবে এই আইন। এর ফলে নাগরিকদের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি হবে। সংবিধানের মৌলিক ধারণারই বিরোধী এই আইন। জনগণের মধ্যে আতঙ্ক দূর করতে কেন্দ্রকে অবিলম্বে আইনটি প্রত্যাহার করতে হবে। বিজয়ন বলেন, কেরলে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। অধিবেশনের শুরুতেই বিজেপির একমাত্র বিধায়ক ও রাজাগোপাল বলেন, সংসদের দুই কক্ষে পাশ হওয়া আইনকে বাতিল করতে বলার অধিকার কারও নেই। বিরোধী কংগ্রেস ও অন্যান্য দল সোমবার এক সর্বদলীয় বৈঠকে এই বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব দিয়েছিল।