ক্যালিফোর্নিয়ায় দাবানল অবস্থার অবনতি হয়েছে। সোমবার থেকে বাতাসের গতি বেড়ে যাওয়া এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে। এখনও আগুনে পুড়ছে রাজ্যের ৭টি শহর। ঝুঁকি এড়াতে নতুন করে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিদ্যুৎ বিভাগ। এতে অন্তত ১৫ লক্ষ মানুষ বিদ্যুৎ সুবিধা বঞ্চিত হতে যাচ্ছে। এদিকে লস অ্যাঞ্জেলসের অভিজাত এলাকা ব্রেন্টউডে দাবানল ছড়িয়ে পড়ায় সেখানে বসবাসরত তারকারা এলাকা ছাড়তে শুরু করেছেন। সোনোমা কাউন্টিতে আগুনের ব্যাপকতায় ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।