আর্থিক তছরুপের দায়ে ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠানা রানা কাপুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। আর সেই অভিযোগের তদন্ত করতেই ইয়েস ব্য়াঙ্কের কর্তাকে টানা ১৫ ঘণ্টা জেরা করে ইডি। এরপরই গ্রেফতার হন ইয়েস ব্যাঙ্ক কর্তা রানা কাপুর।এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বালার্ড অফিসে চলছিল রানা কাপুরের জেরা। প্রথমদিনের পর টানা দ্বিতীয় দিনেও এই জেরা চলে। আর তারপরই রাত ৩ টে নাগাদ রানা কাপুরকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং’ এর মতো ধারায় মামলা দায়ের হয়েছে। ইডির দাবি,জিজ্ঞাসাবাদের সময় থেকেই কোনও মতেই ইডির সঙ্গে সহযোগিতা করছিলেন না কাপুর।