জেলা

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে মৃত ৯

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড দুই ২৪ পরগনা। ব্যাপক ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে দুই মেদিনীপুরেও। সূত্রের খবর, বুলবুলের দাপটে ইতিমধ্যেই রাজ‍্যে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তারমধ‍্যে শুধু উত্তর ২৪ পরগণা জেলাতেই মারা গিয়েছেন ৫ জন। দক্ষিণ ২৪ পরগণায় ১ জন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ১ জন, কলকাতার ১ জন এবং ফ্রেজারগঞ্জে ট্রলার ডুবির কারণে ১ জনের দেহ উদ্ধার।

একনজরে দেখে নেওয়া যাক বিপর্যয় মোকাবিলা দফতরের থেকে পাওয়া তথ্য গুলি –

🔴 ২ লক্ষ ৭৩ হাজার মানুষ আক্রান্ত
🔴 ১ লক্ষ ৭৮ মানুষ ক্যাম্প এ রাখা হয়েছে
🔴 ৯ জায়গায় ক্যাম্প চলছে
🔴 ৭ জন মারা গেছেন। ৫ জন উত্তর ২৪ পরগণা, ১ জন দক্ষিণ ২৪ পরগণা, ১ জন মেদিনীপুর
🔴 ৪৭১ টা ক্যাম্প
🔴 ৩৭৩ টা গ্রুপ কিচেন
🔴 ৪৬ হাজার ত্রিপল দেওয়া হয়েছে
🔴 ২৬ হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত
🔴 ২৪৭৩ টা বাড়ি পুরো ক্ষতিগ্রস্ত
🔴 ১০ টা টিম কাজ করছে
🔴 ৬ টা এনডিআর এফ
🔴 ৪ টা এস টি আর এফ কাজ করছে
🔴 ১৫ হাজার সিভিক ভলান্টিইয়ার কাজ করছে।
এই তথ্য দিয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান।