জেলা

চিতার চামড়া ফিরিয়ে নজির গড়লেন ব্যবসায়ী

জলপাইগুড়ি: জলপাইগুড়ির এক ব্যবসায়ী চিতাবাঘের চামড়া বাড়িতে রেখেছিলেন। সেই বাঘের চামড়া বন দপ্তরকে ডেকে তাদের হাতে তুলে দেওয়ার পর বিতর্কে জড়িয়ে পড়লেন। বন দপ্তরের মুখ্য বনপাল জানালেন নিয়মের বাইরে এই ভাবে চিতাবাঘের চামড়া দেওয়া যায় না। ব্যবসায়ী অনিমেষ দেব জানান আমার বাবার আমলে এই চিতাবাঘটিকে মারা হয়েছিল। সেই সময় থেকেই চিতাবাঘের চামড়াটি বাড়িতে ছিল। আজ বন দপ্তরের ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনকে ডেকে তিনি চামড়াটি বন দপ্তরের হাতে তুলে দেন।