দেশ জুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাস আতঙ্ক। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা তিন হাজার পেরিয়ে গিয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন মারাও গিয়েছে। পরিস্থিতি হাতে বাইরে যাতে না যায় সেই কারণে দেশ জুড়ে চলছে লক ডাউন। তারই মাঝে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন এয়ার ইন্ডিয়া পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চিন থেকে গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী নিয়ে এল। অসামরিক বিমান চলাচল এবং এয়ার ইন্ডিয়া দুই দেশের মধ্যে চিকিৎসা সামগ্রী পরিবহন নিয়ে কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। সেই কারণে এয়ার ইন্ডিয়ার প্রথম কার্গো বিমান চিন থেকে এই ২১ টন চিকিৎসা সামগ্রী নিয়ে দেশে পা রাখে।