বিদেশ

চিনে করোনায় আক্রান্ত ১০ হাজার মৃতদেহ পোড়ানোর অভিযোগ আন্তর্জাতিক গণমাধ্যমের

করোনা ভাইরাসে আক্রান্ত অন্তত ১০ হাজার মৃতদেহ চিন পুড়িয়ে ফেলেছে। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম এমনই অভিযোগ করেছে। ডেইলে মেইলের খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের আবির্ভাবস্থল উহানে উচ্চমাত্রার সালফার ডাইঅক্সাইডের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অভিযোগ, এটি করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মরদেহ পুড়িয়ে মারার আভাস। বিজ্ঞানীদের ভাষ্য, মরদেহ পুড়িয়ে ফেলার সময় সালফার ডাইঅক্সাইড উৎপাদিত হয়। সেইসঙ্গে মেডিকেল বর্জ্য ভস্মীভূত করলেও এমনটি ঘটে। ডেইলি মেইলের খবরে আরও বলা হয়েছে, সম্প্রতি উপগ্রহ থেকে নেয়া মানচিত্রে দেখা গেছে, উহানের চারপাশে এসও২-এর উপস্থিতি উদ্বেগজনকহারে বেড়েছে। এছাড়া কোয়ারেন্টিনের অধীনে থাকা চোংকিং শহরেও উচ্চমাত্রার সালফার ডাইঅক্সাইডের উপস্থিতি রয়েছে। এর আগে মাসের শুরুতে চীনের স্বাস্থ্য কমিশন বলেছে, করোনায় আক্রান্ত মৃতদেহ শিগগিরই দাহ করা হবে। চেকভিত্তিক আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট উইন্ডি ডটকম দেখিয়েছে, চীনের উহানে সপ্তাহের শেষ দিনে প্রতি ঘনমিটারে ১ হাজার ৩৫০ মাইক্রোগ্রামের কাছাকাছি সালফার ডাইঅক্সাইড দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি ঘনমিটারে ৫০০ মাইকোগ্রামের ডোজ ১০ মিনিটের বেশি ছাড়িয়ে যাওয়া উচিত না। এদিকে এখন পর্যন্ত চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৮১ জন। চীনের স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯২২ জন।