বিদেশ

চিনের করোনা ভাইরাস নিয়ে সতর্ক রাশিয়া

করোনা ভাইরাস প্রতিরোধে চিন থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখবে রাশিয়া। আর এ জন্য সকল ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে রাশিয়ার বিভিন্ন বিমানবন্দরের কর্মকরতারা। রাশিয়ার রাজধানী মস্কোর শেরেমেতইয়েভো ও ভিনুকোভো স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ইয়েকাতেরিনবুর্গ ও ইরকুটস্ক বিমানবন্দরেও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে করোনা ভাইরাস দেশের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী সারজেই ক্রাইভোই। সংবাদ সংস্থা ইন্টারফেক্স জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে রাশিয়ার প্রতিষেধকের পরীক্ষা চালানো হচ্ছে। আশা করা হচ্ছে এই সপ্তাহের শেষেই রাশিয়ার ল্যাবরেটরিগুলো করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিষেধক বানানো শুরু করবে।