দেশ

চিন্ময়ানন্দ ধর্ষণ কাণ্ডের অভিযোগকারিনীই পুলিশের হাতে গ্রেফতার

লখনউ: প্রাক্তন বিজেপি মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা চিন্ময়ানন্দ ধর্ষণ কাণ্ডের মূল অভিযোগকারিনী শাহজাহানপুর আইন কলেজের ছাত্রী ওই তরুণীকে বুধবার আদালতের বাইরে থেকে গ্রেফতার করে নিল উত্তরপ্রদেশ পুলিশ। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ আনা হয়েছে। বুধবার তিনি যখন শাহজাহানপুর আদালতে আগাম জামিনের আবেদন জানাতে যাচ্ছিলেন তখন তাকে তাঁর গাড়ি থেকে তুলে এনে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উত্তরপ্রদেশ পুলিশ। সরকারি সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই তরুণীর বিরুদ্ধে পাঁচ কোটি টাকা তোলার চাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন বিজেপির ওই নেতা। জানা গিয়েছে বিজেপি নেতার করা অভিযোগের ভিত্তিতেই এবং তোলা চাওয়ার একটি ভিডিও দেখে তাঁর ভিত্তিতেই বুধবার তাকে আদালত চত্ত্বর থেকে গ্রেফতার করে সিট। যদিও তোলা আদায়ের সন্দেহে ইতিমধ্যে ওই তরুণীর তিন বন্ধুকেই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তোলা আদায়ের অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করে গিয়েছেন ওই তরুণী।এদিকে চিন্ময়ানন্দের জামিনের আর্জি মঙ্গলবার খারিজ করে দেয় উত্তরপ্রদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সূত্রের খবর, এবার তাকে জামিন পেতে গেলে দায়রা আদালতে আবেদন জানাতে হবে। এদিকে গ্রেফতারের পর থেকেই শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন বিজেপির ওই বর্ষীয়ান নেতা।সোমবার তোলা আদায়ের মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট তাকে মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। একই সঙ্গে বিশেষ তদন্তকারি দলকে নির্দেশ দেওয়া হয় এই মামলার অগ্রগতি সম্পর্কে আদালতে রিপোর্ট জমা দিতে। বুধবার দিন শাহজাহানপুর আদালতে তাঁর জামিনের শুনানির হলেও তাঁর জেল হেপাজতের আদেশ স্থগিত করে দেয় উত্তরপ্রদেশ জেলা আদালত।