শ্রীনগর: দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট পেতে চলেছে ভারতীয় সেনা৷ কাশ্মীরে পোস্টিং জওয়ানদের জন্য বিশেষভাবে এই জ্যাকেট তৈরি করা হয়েছে৷ স্টিল দিয়ে তৈরি এই জ্যাকেটের সামনে ফেল করে যাবে একে-৪৭ রাইফেলও৷ কারণ, এই জ্যাকেটে এমন মজবুত স্টিল ব্যবহার করা হয়েছে যা ভেদ করতে পারবে না বুলেটও৷ এই জ্যাকেট খুব তাড়াতাড়ি বাহিনীর হাতে তুলে দেওয়া হবে৷কাশ্মীরে অধিকাংশ সময় জওয়ানরা সন্ত্রাস দমন অভিযানে ব্যস্ত থাকে৷ এই ধরণের অভিযানে প্রাণের ঝুঁকি থাকে বিস্তর৷ তাসত্ত্বেও সেই ঝুঁকি উপেক্ষা করে অভিযানে যান জওয়ানরা৷ বাহিনীর প্রাণের ঝুঁকি কমাতে তাদের নিরাপত্তায় বুলেটপ্রুফ জ্যাকেট তৈরির নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার৷ সেই মতো তৈরি করা হয় এই বুলেটপ্রুফ জ্যাকেট৷দেশীয় পদ্ধতিতে তৈরি এই জ্যাকেট ডিজাইন করেছেন মেজর জেনারেল অনিল ওবেরয়(অবসরপ্রাপ্ত)৷ তিনি জানান, সময়ের আগে তাঁরা এই জ্যাকেট বাহিনীর হাতে তুলে দিতে পারবেন৷ প্রথমে ৩৬ হাজার বুলেটপ্রুফ জ্যাকেট তৈরির অর্ডার আসে৷ পরে সেটা বাড়িয়ে ৪০ হাজার করা হয়৷ প্রথমে বলা হয়েছিল ২০২১ সালের মধ্যে জ্যাকেটগুলো পেয়ে যাবে নিরাপত্তা বাহিনী৷ কিন্তু এখন আর ততদিন অপেক্ষা করতে হবে না৷ উৎপাদনের কাজ যে গতিতে এগোচ্ছে তাতে ২০২০ সালের মধ্যে অত্যাধুনিক জ্যাকেট পেয়ে যাবে ভারতীয় সেনা৷এই জ্যাকেট তৈরির পর তা পরীক্ষার জন্য পাঠানো হবে কানপুরের সেন্ট্রাল অর্ডিন্যাস ডিপোতে৷ সেখান থেকে জ্যাকেটগুলো যাবে কাশ্মীর এবং দেশের অন্যান্য উপদ্রুত এলাকাগুলোতে৷ এই জ্যাকেটের ইউএসপি হল, এটি ভেদ করতে পারবে না একে-৪৭ এর মতো অত্যাধুনিক রাইফেলের বুলেটও৷ কারণ, জ্যাকেটগুলো শক্ত স্টিল দিয়ে তৈরি করা হয়েছে৷ তাই এর প্রিভেনটিভ পাওয়ারও বেশি৷ স্টিলের কারণে জ্যাকেটগুলোর ওজনও একটু বেশি হবে৷