জেলা

জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে চন্দননগর

আজ জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। আজ থেকেই চন্দননগরের আদি মায়ের পুজোতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন পূণ্যার্থীরা। ইতিহাস বলছে, চন্দননগরের ‘আদি মা’ জগদ্ধাত্রী পুজোর বয়স প্রায় ৩৫০ বছর। অনেক গল্প, লোকগাথা ছড়িয়ে রয়েছে চন্দননগরের প্রাচীন এই পুজোর সঙ্গে। মায়ের মূর্তিতে থাকে সোনা ও রুপোর গহনা। শুক্রবার পঞ্চমীর দিন এখানকার প্রতিমাকে সোনা-রুপোর গহনা পড়ানো হয়েছে। এই বিশেষ রীতি দেখতে কলকাতা ও আশেপাশের কয়েকটি জেলা থেকে এসেছিলেন কয়েক হাজার দর্শনার্থী। ষষ্ঠী থেকেই পুজো শুরু হলেও মূল পুজো হয় নবমীর দিন।