জেলা

জঙ্গিপুর যাওয়ার পথে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় গাড়ি ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান

জঙ্গিপুর যাওয়ার পথে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় গাড়ি ঘিরে চলল তুমুল বিক্ষোভ। কালো পতাকা দেখানো হল বিজয়বর্গীয়কে। কৈলাস বিজয়বর্গীয়র উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দিতেও শোনা যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভের মধ্য়ে গাড়ি থেকে রাস্তায় নেমে আসতেও দেখা যায় বিজয়বর্গীয়কে। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে দেন। জানা গিয়েছে, আজ জঙ্গিপুরে দলীয় কার্যালয়গুলি পরিদর্শনে যাওয়ার কথা ছিল বিজয়বর্গীয়র। গেরুয়া শিবিরের অভিযোগ, দলীয় কার্যালয়গুলিতে দেখতে এদিন বীরভূমের বোলপুর থেকে সড়কপথে মুর্শিদাবাদের জঙ্গিপুরের উদ্দেশে রওনা দেন বিজেয়বর্গীয়। জানা গিয়েছে, সকাল সাড়ে ৯টায় জঙ্গিপুর পৌঁছনোর কথা ছিল তাঁর। কিন্তু জাতীয় সড়কে একাধিক জায়গায় যানজটের জেরে অন্য একটি রাস্তা দিয়ে নবগ্রামে পৌঁছন তিনি। আর নবগ্রামে পৌঁছনো মাত্রই বিক্ষোভের মুখে পড়েন কৈলাস বিজয়বর্গীয়। তাঁর গাড়ি আটকে শুরু হয় স্লোগানিং, বিক্ষোভ। গাড়ি থেকে রাস্তায় নেমে আসেন কৈলাস বিজয়বর্গীয়। শেষে অন্য আরেকটি রাস্তা দিয়ে পাঁচগ্রামের দিকে রওনা দেয় তাঁর কনভয়। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা।