মালদা

জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার সচেতনা কর্মশালা

হক জাফর ইমাম, মালদা: পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষাপ্রসার ও গ্রন্থাগার পরিসেবা বিভাগের পক্ষ থেকে মালদা জেলায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার সচেতনতা কর্মশালার আয়োজন করা হয় মালদা শহরের সানাউল্লাহ মঞ্চে। বুধবার এই আলোচনা সভায় অংশগ্রহণকারী জেলা হিসেবে উপস্থিত ছিলেন মালদা,উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর। এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন এম ও এস (আইসি) সিদ্দিকুল্লা চৌধুরী ও মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা সমাহর্তা কৌশিক ভট্টাচার্য সহ আরো অনেকে। মানবজীবনে পুস্তক ও গ্রন্থাগারের গুরুত্ব কতখানি তা তুলে ধরার পাশাপাশি সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল বলেন আগামী দিনে মালদা জেলা প্রশাসন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বৃদ্ধির জন্য যথাসম্ভব প্রচেষ্টা চালাবে।