কলকাতা

জাগুয়ার দুর্ঘটনাকাণ্ডে চার্জশিট পেশ, অভিযুক্ত ৩

কলকাতাঃ শেক্সপিয়র সরণির জাগুয়ার দুর্ঘটনাকাণ্ডে বুধবার ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। দুর্ঘটনায় অভিযুক্ত রাঘিব পারভেজ, আরসালান পারভেজ ও মহম্মদ হামজার বিরুদ্ধে এদিন চার্জশিট পেশ করা হয়। চার্জশিটে রাঘিবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা-সহ একাধিক ধারা দেওয়া হয়েছে। এই মামলায় দন্ডবিধির থ্রি পিডিপিপি আইনে ৩০৪, ৩০৮, ৪২৭ ধারায় এবং এমভি আইনে ১১৯ ও ১৭৭ ধারায় চার্জশিট পেশ হয়েছে।অন্যদিকে, আরসালান পারভেজের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২০১ ও মহম্মদ হামজার বিরুদ্ধে আইপিসি ২০১ ও ২১২ ধারায় চার্জশিট পেশ করেছে পুলিশ। ১৫ অগস্ট রাতে শেক্সপিয়র সরণি দুর্ঘটনাকাণ্ডে অন্তত তিনটি ট্র্যাফিক সিগন্যাল ভাঙে রাঘিবের জাগুয়ার। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে আরসালানকে গ্রেফতার করে। পরে তদন্তে স্পষ্ট হয় সেদিন রাতে আরসালান নয়, গাড়ি চালাচ্ছিলেন রাঘিব।প্রসঙ্গত, সেদিন রাতে দুর্ঘটনায় আহত হন তিনজন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে মৃত্যু হয় দুজনের। ঘটনার তদন্তে নেমে তার ৩৪ দিনের মাথায় চার্জশিট পেশ করল পুলিশ।