দেশ

জামিন পেলেন ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ

যৌন হেনস্থার মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্মায়ানন্দের জামিন মঞ্জুর করল এলাহাবাদ হাইকোর্ট, এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। গত বছরের আগস্ট মাসে স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন উত্তরপ্রদেশের আইন পাঠক্রমের এক তরুণী। এরপরই ২১ সেপ্টেম্বর গত বছরের ২১ সেপ্টেম্বর চিন্ময়ানন্দকে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ (অপহরণ বা অপহরণ) এবং দণ্ডবিধির ৫০৬ (ফৌজদারি ভয়ভীতি) মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬সি ধারায় মামলা করা হয়। এরপর তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে প্রেরণ করে স্থানীয় আদালত। এই মামলার তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছিল। গত বছরের নভেম্বরে চিন্মায়ানন্দের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দায়ের করা হয়েছিল। যেখানে আইনী শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পাশাপাশি চাঁদাবাজিরও অভিযোগের আনা হয়েছিল। এরপরই চিন্মায়ানন্দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬সি (কর্তৃপক্ষের কোনও ব্যক্তির দ্বারা যৌন মিলন), ৩৫৪-ডি (স্টকিং), ৩৪২ (অন্যায়ভাবে বন্দি করা) এবং ৫০৬ (অপরাধীকে ভয় দেখানো) এর আওতায় অভিযোগ দায়ের করা হয়।