বিদেশ

জি ৭ সামিটে অংশগ্রহণ করতে ফ্রান্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জি ৭ সামিটে অংশগ্রহণ করতে শুক্রবার নরেন্দ্র মোদি পৌঁছেছেন ফ্রান্সে। সেখানে প্রবাসী ভারতীয়দের একটি সভায় বললেন, দেখুন কেমন দুর্নীতি আটকে দিয়েছি। তাঁর কথায়, “মানুষের টাকা নিয়ে দুর্নীতি, স্বজনপোষণ আটকে দিয়েছি। রুখে দিয়েছি লুঠ। বন্ধ করেছি সন্ত্রাসবাদী কার্যকলাপ।” আরও বেশি আসন নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদি। দ্বিতীয়বার সরকার গঠনের পর প্রথম ফ্রান্স সফরে গিয়েছেন মোদি। শুক্রবার প্যারিসে ইউনেসকোর সদর কার্যালয়ে ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই যে ভারতবর্ষ এখন সামনের দিকে টগবগ করে

ছুটছে, এটা মোদীর জন্য নয়। এর কৃতিত্ব ভারতবর্ষের তামাম জনতার। যাঁরা মোদীকে দায়িত্ব দিয়েছেন।” ফ্রান্সে থাকা ভারতীয়দের বিপুল জমায়েতে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “৭৫ দিন হয়েছে নতুন সরকার এসেছে। কিন্তু এর মধ্যে আপনারা দেখেছেন বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের কাজে রেকর্ড হয়েছে। ১০০ দিনে মাইলফলক তৈরি হবে।” তিনি বলেন, “একটা নতুন সরকার এলে ৫০-৭৫ দিন কেটে যায় পরিকল্পনা নিতে নিতে আর আর অভিনন্দন দেওয়া নেওয়া করতে করতে। কিন্তু প্রথম দিন থেকে এই সরকার গতিতে চলছে। আমরা বোঝাতে চাই, ইন্ডিয়া মিনস বিজনেস।”  ফ্রান্সে এসে সেখানকার বসবাস কারী ভারতীয়দের সাথে সাখ্যাত্‍কার করলেন নরেন্দ্র মোদি । ফ্রান্সের প্রেসিডেন্ট মাকড়ের সাথে দীর্ঘক্ষণ টান টান বৈঠকের পরে তিনি প্রবাসী ভারতীয়দের নতুন ভারতের আদর্শ নিয়ে উদ্ভুদ্ধ করেন ।

https://www.facebook.com/narendramodi/videos/710100056079697/