কলকাতা জেলা

জয়েন্টের প্রশ্নপত্র এবার বাংলাতেও

২০২১ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতেও হবে, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এই বিষয়ে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। জয়েন্ট এন্ট্রান্সে ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা ভাষাতেও প্রশ্নপত্র করার দাবি বহুদিনের। এর মধ্যেই হঠাৎ করে জয়েন্টের প্রশ্নপত্রে আঞ্চলিক ভাষা হিসেবে গুজরাতি ভাষাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তখনই প্রতিবাদ ওঠে, পশ্চিমবঙ্গে কোনও আঞ্চলিক ভাষাকে প্রশ্নপত্রে স্বীকৃতি দিতে গেলে সেটা বাংলা হওয়া উচিত। এই বিতর্ক ছড়ায় রাজনৈতিক মহলেও। তৃণমূল যুব কংগ্রেস এই দাবিতে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা ভাষাকে জয়েন্টের প্রশ্নপত্রের ভাষা হিসেবে স্বীকৃতি আদায় করে তবেই ছাড়বেন। এই দাবিতে টুইটও করেন তিনি। অবশেষে সেই দাবি মেনে নিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। জয়েন্টে প্রশ্নপত্রের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হল বাংলাকে।