দেশ

ট্রাম্প-মেলানিয়া দিল্লির সরকারি স্কুলে ‘হ্যাপিনেস ক্লাস’ দেখতে আসবে, অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি দিল্লির মুখ্যমন্ত্রী

দিল্লি নির্বাচনের হারের রেশ গিয়ে পড়ল ট্রাম্পের দিল্লি সফরে, নিজের স্কুল থেকেই বাদ কেজরি

আগামী ২৪ ফেব্রুয়ারি ২ দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের দ্বিতীয় দিনে তাঁর থাকার কথা দিল্লিতে। দিল্লিতে এসে ট্রাম্পের এখানকার একটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে সময় কাটানোর কথা মার্কিন প্রেসিডেন্টের। সঙ্গে থাকবেন আমেরিকার ফার্স্ট লেডি। তবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী মণীশ সিসোদিয়াকে। এমনই অভিযোগ তুলল আম আদমি পার্টি। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া একসময় রাজধানীর বেশ কিছু বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ‘হ্যাপিনেস ক্লাস’ বা ‘আনন্দের সঙ্গে পাঠ’ চালু করেন। আর সেই ব্যবস্থাই নিজের চোখে দেখতে চান মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী। সেই মতোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার মেলানিয়া ট্রাম্প বিশেষ অতিথি হিসাবে দক্ষিণ দিল্লির একটি সরকারি বিদ্যালয় পরিদর্শন করবেন।  উল্লেখ্য, দু’বছর আগে দিল্লির সরকারি স্কুলগুলিতে ‘হ্যাপিনেস ক্লাস’ নামক এক কর্মসূচীর সূচনা করেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া।