দেশ

ঠিক হয়ে গেল তৃতীয় চন্দ্রাভিযানের দিনক্ষণ, প্রস্তুতি চলছে জোর কদমে

অল্পের জন্য় হাতছাড়া হয়েছে চন্দ্রায়ন ২ এর সফল অবতরণ। এবার ফের চাঁদের মাটিতে নামার প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন(ইসরো)। ২০২০ সালের নভেম্বরের মধ্যেই চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ পাঠাবে ভারত। ইসরোরর বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন চ্ন্দ্রযানের জন্য আলাদা করে ল্যান্ডার ও রোভার ডিজাইন করা হবে। অরবিটার-এর ক্ষেত্রেও আনা হচ্ছে নতুনত্ত্ব। মূলত অরবিটারের মধ্য়ে ইঞ্জিন ও জ্বালানি থাকায় চন্দ্রযান উত্‍ক্ষেপণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে এই যন্ত্র। পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চন্দ্রযানের কক্ষপথ পর্যন্ত বড় ভূমিকা নেয় এই অরবিটার। চ্ন্দ্রযান তিনের ক্ষেত্রে আলাদা অরবিটার-এর ব্য়বস্থা করছে ইসরো। যেখানে মূল যান আলাদা করার সুবিধা থাকছে নতুন অরবিটারে। ইসরোর এক বিজ্ঞানী জানিয়েছেন, চন্দ্রযান ৩-এ পুরোনো অভিযান থেকে শিক্ষা নেওয়া হয়েছে। এবার চন্দ্রযান-এর ল্যান্ডারের পা আরও বেশি শক্ত করা হবে। চাঁদের মাটিতে আছড়ে পড়লেও ল্য়ান্ডারে যাতে ক্ষতি না হয় সেদিকেই মূল নজর রাখবে ইসরো। ফাইল চিত্র।