কলকাতা

তর্পণ করবেন জেপি নাড্ডা, পুরুলিয়ায় মৃত কর্মীদের অস্থিকলস কলকাতায় আনছে বিজেপি

কলকাতাঃ পুরুলিয়ায় রাজনৈতিক শহিদ ছয় বিজেপি কর্মীর আত্মার শান্তি কামনায় তর্পণ করবেন দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা৷ আর এজন্য শুক্রবার সকালে ছয় কর্মীর অস্থিকলস নিয়ে কলকাতার উদ্দেশে যাত্রা করলেন জেলার বিজেপি কর্মীরা৷ রীতিমতো ট্যাবলো সাজিয়ে বাইক মিছিল করে দলের সদর দপ্তরে আসছেন গেরুয়া শিবিরের কর্মীরা৷বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা পরবর্তী সময় পর্যন্ত ৪০ জনেরও বেশি বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন৷ যাঁদের মধ্যে পুরুলিয়া থেকেই ছ’জন শহিদ পয়েছেন৷ বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের সময় খুন হন পুরুলিয়ার বলরামপুরের জগন্নাথ টুডু, ত্রিলোচন মাহাতো ও দুলার কুমার৷ এরপর নির্বাচন পরবর্তী বোর্ড গঠনকে কেন্দ্র করে জয়পুর ব্লকের ঘাগরা গ্রামপঞ্চয়েতে মৃত্যু হয় দামোদর মণ্ডল ও নিরঞ্জন গোপের৷ শাসকদলের প্ররোচনায় গুলি করে পুলিশ, এদের খুন করেছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের৷ এরপর লোকসভা নির্বাচনের আগে আরশার সেনাবোনা গ্রামে রাজনৈতিক খুন হন শিশুপাল সহিস৷ এই ঘটনাগুলিকে ইস্যুকে করে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে শাসকদল ও পুলিশে-প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিক্ষোভ চালিয়েছে পদ্ম শিবির৷ ভোটের রেজাল্টে যার সুফলও মিলেছে৷ এবার বিধানসভার আগে আবার নতুন করে এই ইস্যুগুলিতে শাসকের বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে বিজেপি৷ শুক্রবারই কলকাতায় এসেছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। এরপর ২৮ সেপ্টেম্বর গঙ্গাবক্ষে মৃত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ করবেন তিনি৷ বিজেপির কার্যকরী সভাপতির দায়িত্ব পাওয়ার পরে পশ্চিমবঙ্গে এটাই জেপি নাড্ডার প্রথম সফর। বিজেপি সূত্রে খবর, এই সফরে সংগঠনের হালহকিকত ও বুথস্তরে দলের পরিস্থিতির খবর নেবেন তিনি।