কোচবিহার : তুফানগঞ্জের চিলাখানায় তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষের পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর তোপের মুখে পড়ল পুলিশ। তুফানগঞ্জের এসডিপিও এবং অন্য আধিকারিকদের ‘নপুংসক’ বলে আখ্যা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ।বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পুলিশ বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়ি থেকে বের করে মারধর করে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন রবীন্দ্রনাথবাবু। পাশাপাশি পুলিশকে দেখে নেওয়ারও হুমকি দিলেন তিনি। মন্ত্রীর এমন মন্তব্যে সাড়া পড়ে গেছে জেলাজুড়ে।বুধবার বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় তুফানগঞ্জের চিলাখানা বাজার এলাকায়। দু’দলের কার্যালয়েই চলে যথেচ্ছ ভাঙচুর। ভাঙচুর করা হয় একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানও। প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা।সেই ঘটনার পর বৃহস্পতিবার সকালে চিলাখানায় যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবি ঘোষ। দলের যে সমস্ত অফিস ভাঙচুর হয়েছে, সেগুলি ঘুরে দেখেন। কথা বলেন দলের কর্মী সমর্থকদের সঙ্গে। এরপরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “পুলিশের এসডিপিও সহ একাধিক অফিসার বিজেপির কথায় চলছে। বেছে বেছে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হচ্ছে পুলিশ। আট বছর ক্ষমতায় থেকেও এমন অবস্থা আগে দেখিনি।”তিনি দাবি করেন, পুলিশের মদতেই রাজ্যে বিজেপির এই বাড়বাড়ন্ত হয়েছে। তুফানগঞ্জের এসডিপিও সহ বেশ কয়েকজন পুলিশকর্মীকে নপুংসক আখ্যা দিয়ে তাঁদের দেখে নেওয়ার হুমকি দিলেন মন্ত্রী।রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রীর পুলিশের প্রতি এমন মন্তব্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উন্মাদ হয়ে গেছেন। চিলাখানায় পুলিশ বেছে বেছে বিজেপির লোকদের উপর হামলা চালাচ্ছে। আর মন্ত্রী বলছেন ঠিক উল্টো কথা। উন্মাদ না হলে কেউ এমন বলেন?”