করোনা সংক্রমণ ধরা পড়েছে এক বৃদ্ধের। রিপোর্ট এসেছে কোভিড-১৯ পজিটিভ। কিন্তু তারপরেও ভর্তি নিচ্ছে না হাসপাতাল। এমনই মারাত্মক অভিযোগ করেছেন দিল্লির এক বাসিন্দা। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজধানী শহরের অন্যতম বিখ্যাত লোক নায়েক হাসপাতালকে। এবার সেই হাসপাতালের বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠায় হতবাক সকলে। নসিম নামের এক ব্যক্তি এই অভিযোগ তুলেছেন। দিল্লির চুড়িওয়ালার বাসিন্দা ওই বৃদ্ধের কথায় তাঁর পরিবারের আরও ৩ সদস্যকে নিয়ে লোক নায়েক হাসপাতালে গিয়েছিলেন তিনি। সকলেরই কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু হাসপাতালের কেউই তাঁদের কোনও কথায় পাত্তা দেননি বলে অভিযোগ। পাশাপাশি চারজন করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তির ব্যাপারেও কর্তৃপক্ষ রাজি হয়নি বলে অভিযোগ তুলেছেন নসিম। গোটা ঘটনা পুলিশকেও জানিয়েছেন ওই প্রৌঢ়। নসিমের কথায়, ‘আমি আমার ছেলে-ভাইপো এবং ভাইকে নিয়ে লোক নায়েক হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিলাম। স্বাস্থ্যকর্মীদের বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে আমরা সকলেই করোনা আক্রান্ত। আমাদের ভর্তি নিন। কিন্তু কেউ আমাদের কথায় কান দেয়নি। এরপর পুলিশে খবর দিই। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন যাতে তারা আমাদের ভর্তি নেন।’ সংবাদসংস্থা এএনআই আজ সকালে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে ওই বৃদ্ধকে এইসব অভিযোগ করতে শোনা গিয়েছে। দেখে নিন সেই ভিডিও –