দেশ

দিল্লির ব্যাটারি কারখানায় ভয়ঙ্কর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন

ফের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পশ্চিম দিল্লির পীরা গারহি এলাকায় একটি ব্যাটারি কারখানায় বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় দমকল। আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু আগুন এতটাই তীব্র ছিল যে আরও দমকলের আরও ইঞ্জিন আনতে হয়। এরই মধ্যে সকাল ৯টা নাগাদ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ ঘটে। অনুমান আগুনের উত্তাপেই ব্যাটারি কারখানায় বিস্ফোরণ ঘটে। যার জেরে কারখানার একাংশ ভেঙে পড়ে। ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়েন দমকল ও কারখানার কর্মীরা। তার মধ্যে দু’‌জন দমকলকর্মী ও একজন কারখানা কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সামান্য আহত হয়েছেন তাঁরা। আরও একজন কর্মী আটকে রয়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৫০টি ইঞ্জিন। উদ্ধারকাজে সাহায্য করতে এগিয়ে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান দিল্লির অ্যাডিশনাল ডিসিপি রাজেন্দ্র সাগর। এদিকে এই বিষয়ে টুইট করে দুঃখ প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তিনি বলেন, ‘ঘটনা ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জন দমকল কর্মী রয়েছেন। বিস্ফোরণের কারণে বিল্ডিংটির একাংশ ধসে পড়লে এই বিপত্তি ঘটে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার কাজ জারি রয়েছে। দেখা হচ্ছে বিল্ডিংয়ে আর কেউ আটকে রয়েছেন কি না।’ দেখুন ভিডিও –