দেশ

দুনিয়া জুড়ে অবরুদ্ধ সোশ্যাল মিডিয়া

দুনিয়া জুড়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের সার্ভার ডাউন। এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ফটো আপলোড করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। একদিকে যেখানে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে ফটো ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে, ঠিক তেমনই ইনস্টাগ্রামে স্টোরি তুলতেও সমস্যা তৈরি হয়েছে। ব্যবহারকারীরা ফেসবুকে ছবি লিঙ্ক করতে পোস্ট করতে গিয়ে সমস্যায় পড়ছেন। ভারত সমেত বিশ্বব্যাপী ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ডাউন। তবে ফেসবুক সম্পূর্ণ ডাউন না হলেও, এর কিছু বৈশিষ্ট্য কাজ করছে না। ফেসবুকের পাতা খোলা যাচ্ছে। কিন্তু ব্যবহারকারী কোনও ছবি আাপলোড করতে পারছেন না কিংবা ছবিও দেখতে পারছেন না। ভারত-সহ ইউরোপ, আমেরিকা, জাপান এবং আফ্রিকার দেশগুলিতে ফেসবুক ডাউন হয়ে গিয়েছে। যদিও এর কারণ সম্পর্কে ফেসবুকের তরফে কিছু জানানো হয়নি । ক্ষতিগ্রস্ত ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করার সময় সমস্যার মুখে পড়ছেন। এদিকে, ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন  ব্যবহারকারী। এ নিয়ে ট্যুইটারে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু ফেসবুক ব্যবহারকারী।