হক জাফর ইমাম, মালদা: দুর্গাপুজোর দক্ষিণা সহ ৫ দফা দাবিতে এবারে আন্দোলনের নামল বঙ্গীয় পুরোহিত সভা সদস্যরা। এই মর্মে বুধবার সকালে বৃষ্টি মাথায় নিয়েই এই সংগঠনের শতাধিক পুরোহিত মালদা শহরের মুক্ত মঞ্চ থেকে একটি মিছিল বের করে। গোটা শহর পরিক্রমা করে। পরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে তারা জমায়েত হয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের নিকটে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল, সকল পুরোহিতদের ভাতা প্রদান, পুরোহিতদের বিপিএল তালিকাভুক্ত করতে হবে, পুরোহিতদের ছেলে মেয়েদের শিক্ষা চাকরির ক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে সহ অন্যান্য। এইদিন ডেপুটেশন কর্মসূচির শেষে বঙ্গীয় পুরোহিত সভা সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য সংবাদমাধ্যমকে জানান, আমরা দূর্গা পূজা করার দক্ষিণা বৃদ্ধি সহ ৫ দফা দাবিতে মালদার জেলা শাসকের নিকট একটি ডেপুটেশন পত্র প্রদান করলাম। বর্তমান রাজ্য সরকার আমাদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলছেন অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্তমানে মালদা জেলায় ১৫০০ জন পুরোহিত রয়েছেন। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে সামনের বছর দুই হাজার কুড়ি সালে আমরা জেলার প্রতিটি ক্লাবের পূজো কমিটিগুলিকে বলতে বাধ্য হব দুর্গা পুজো করতে হলে পুরোহিতদের ১০০০০ টাকা দিতে হবে।