যোগী আদিত্যনাথের সরকারের আরও অস্বস্তি বাড়িয়ে উন্নাও-এর নির্যাতিতা কিশোরীকে শুক্রবারের মধ্যে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ সহ সিআরপিএফ-এর নিরাপত্তা প্রদানের নির্দেশ দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ। অন্যদিকে দেশজুড়ে বিক্ষোভের মুখে অবশেষে নড়েচড়ে বসেছে বিজেপি। উন্নাও ধর্ষণকান্ডের মূল অভিযুক্ত উন্নাও জেলার বঙ্গারমৌ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে আজ বহিষ্কার করেছে তারা। এদিনই সকালে সুপ্রিম কোর্ট বলেছে, ওই কিশোরীর ধর্ষণ সংক্রান্ত চারটি মামলা লখনউ-এর আদালত থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে। ওই মামলার দায়িত্বপ্রাপ্ত সিবিআই অফিসারকে বৃহস্পতিবারের মধ্যেই রবিবারের গাড়ি দুর্ঘটনার স্টেটাস রিপোর্ট জমা দিতে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। সিবিআই-এর হয়ে কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা আদালতে সওয়াল করেছিলেন যেহেতু তদন্তকারী অফিসাররা শহরের বাইরে আছেন সেহেতু তাঁদের শুক্রবার পর্যন্ত রিপোর্ট জমা দিতে সময় দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট তা নাকচ করে আগামী সাত দিনের মধ্যে দুর্ঘটনার তদন্ত সম্পন্ন করতে সিবিআইকে আদেশ দিয়েছে।