দেশ

‘দেশদ্রোহিতার’ অভিযোগে মামলা অপর্ণা-অনুরাগ-কৌশক-সহ ৪৯ বিদ্বজ্জনের বিরুদ্ধে

দেশ জুড়ে অসহিষ্ণুতার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের ৪৯ জন বিশিষ্ট নাগরিকরা গত মঙ্গলবার একটি খোলা চিঠি দিয়েছিলেন। এবার তাঁদের বিরুদ্ধেই ‘দেশদ্রোহিতার’ অভিযোগ এনে মামলা করা হল বিহার আদালতে। আবেদনকারী সুধীর কুমার ওঝা, পেশায় আইনজীবী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নে ব্যাঘাত ঘটানো এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছেন ওই বিদ্বজ্জনেরা। তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতা, ধর্মীয় ভাবাবেগে আঘাত, দেশের অখণ্ডতা ক্ষুন্ন করা-সহ একাধিক অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়। পাশাপাশি তিনি এই মামলায় সাক্ষী হিসাবে কঙ্গনা রানাওয়াত, মধুর ভাণ্ডারকর, বিবেক অগ্নিহোত্রীদের নাম উল্লেখ করেন।  আগামী ৩ অগস্ট ২০১৯  এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।