খেলা

দোহার গরমের জন্য ভাল পারফর্ম করতে পারেননি দ্যুতি

নয়াদিল্লিঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হতাশ করেছেন দ্যুতি চাঁদ। জোগাড় করতে পারেননি অলিম্পিকের টিকিট। ১০০ মিটার দৌড়ে ১১.৪৮ সেকেন্ডে ৩৭তম স্থানে শেষ করেছিলেন তিনি। ভাল প্রস্তুতি সত্ত্বেও সেই হতাশাজনক পারফরমেন্সের কারণ হিসেবে দোহার প্রবল গরমকেই দায়ী করেছেন দেশের এই তারকা স্প্রিন্টার। দ্যুতি বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য আমার প্রস্তুতি খুব ভাল ছিল। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি শুধুমাত্র গরমের জন্য। ওখানকার আবহাওয়া আমার শরীর নিতে পারেনি।’সম্প্রতি রাঁচীতে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে নিজের পুরনো রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন দ্যুতি। সেমিফাইনালে দৌড় সম্পূর্ণ করতে তিনি সময় নিয়েছিলেন ১১.২২ সেকেন্ড। সেখানে অলিম্পিকে যোগ্যতা অর্জনের মাপকাঠি হল ১১.১৫ সেকেন্ড। রাঁচির এই পারফরমেন্স দ্যুতিকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। ১০০ মিটারে অলিম্পিকের টিকিট জোগাড় করার লক্ষ্যে নিজেকে নিমজ্জিত রেখেছেন তিনি। তবে চলতি বছরে আর কোনও অলিম্পিক কোয়ালিফাইং টুর্নামেন্ট নেই। তবে এই নিয়ে খুব একটা ভাবিত নন ওড়িশার এই অ্যাথলিট। তিনি বলেছেন, ‘ব্যক্তিগত রেকর্ড নিয়ে আমি খুব খুশি। সদ্য জাতীয় রেকর্ড ভেঙেছি। কঠিন পরিশ্রম করার ফল পাচ্ছি। আমার লক্ষ্যমাত্রা এখন ১১.১৫। যেটা অলিম্পিকের কোয়ালিফাইং মার্কস।’ এশিয়ান গেমসে রুপোজয়ী এই অ্যাথলিট আর‍ও বলেন, ‘এই বছরের মতো সব প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে। আগামী বছরের আন্তর্জাতিক ক্যালেন্ডারের ঘোষণার অপেক্ষায় রয়েছি।’