বিনোদন

‘ধর্মযুদ্ধ’-এ নতুন রূপে শুভশ্রী-পার্ণো

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর সিনেমা ‘ধর্মযুদ্ধ’-এর পোস্টার। এই সিনেমাতেও একটু অন্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলি ও পার্ণো মিত্রকে। এদিন শুভ্রশ্রী গাঙ্গুলির জন্মদিনে পরিচালক রাজ চক্রবর্তী প্রকাশ্যে আনলেন ‘ধর্মযুদ্ধ’-এর তারকাদের। তাঁদের সিনেমার চরিত্রের সঙ্গে পরিচয় করালেন রাজ। একেবারে ঘরোয়া, মফসলের একটি মেয়ে শুভশ্রী। যার স্বামী অটো চালায়, এখানে শুভশ্রীর চরিত্রের নাম ‘মুন্নি’। এছাড়াও এই সিনেমাতে খুবই গুরুত্বপূর্ণে চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক, সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী ও স্বাতীলেখা সেনগুপ্ত। এদিন প্রকাশ্যে এসেছে পার্ণো মিত্র ও স্বাতীলেখা সেনগুপ্তের চরিত্রের নাম ও লুক। ‘শবনম’-এর চরিত্রে দেখা যাবে পার্নোকে ও ‘আম্মার’ চরিত্রে অভিনয় করছেন স্বাতীলেখা সেনগুপ্ত। সূত্রের খবর, প্রত্যেকটি চরিত্রই নিজেদের একটা জার্নি বা গল্প বলবে। সমাজে বাঁচার বা টিকে থাকার লড়াই জানাবে ‘ধর্মযুদ্ধ’-এর চরিত্ররা। এই সিনেমার গল্প লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও রাজ চক্রবর্তী। চিত্রনাট্য সাজিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরার দায়িত্বে সৌমিক হালদার ও ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। কলকাতা ও পুরুলিয়াতে হয়েছে এই সিনেমার শ্যুটিং। তবে আপাতত শ্যুটিং শেষে এখন প্রি-প্রোডাকশন নিয়ে ব্যস্ত রাজ। আগামী বছরেই মুক্তি পাবে ‘ধর্মযুদ্ধ’।