দেশ

ধুঁকছে দেশের অর্থনীতি, এর মধ্যেই প্রধানমন্ত্রীর জন্য আসছে প্রায় সাড়ে ৮ হাজার কোটির বিলাসবহুল বিমান

করোনার জেরে ধুঁকছে দেশের অর্থনীতি। এর মধ্যেই মোদির জন্য আসছে প্রায় সাড়ে ৮ হাজার কোটির বিলাসবহুল বিমান। করোনা আক্রান্তের জেরে যখন সারা দেশ তটস্থ, সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। তাতে বিপদে পড়েছেন দেশের আম জনতা। অর্থনীতি নিয়ে বোধহয় ভাববার সময় নেই আমাদের দেশের প্রধানমন্ত্রীর। টাকা বাতিল বলে দেশবাসীকে লাইনে দাঁড় করিয়ে দিলেন। আর এখন দেশবাসীকে হাততালি দাও, কাসর ঘন্টা বাজাও দিয়া জ্বালাও। এসব পরামর্শ দিতেই বেশি ভালোবাসেন। দেশের মানুষ খাবে কি? তাঁদের চলবে কী করে? এসব তাঁর ভাবনাতেও নেই। আর তিনি কেনও ভাবতে যাবেন? তিনি তো দেশের প্রধানমন্ত্রী। এত দিন বোয়িং ৭৪৭ বিমানে বিদেশ সফরে যেতেন ভারতের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, খুব শীঘ্র বোয়িং ৭৪৭-এর জায়গা নিতে আসছে বোয়িং ৭৭৭। সব কিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসেই ফ্লোরিডার হেডকোয়ার্টার থেকে ভারতের উদ্দেশে রওনা দেবে বিমানটি।দুটো বোয়িং ৭৭৭ বিমান কিনছে ভারত। যার জন্য খরচ হচ্ছে ৮ হাজার ৪৫৮ কোটি টাকা।

দেখে নিন একনজরে কী কী বৈশিষ্ট্য রয়েছে এই বিলাসবহুল বিমানে –

🔵 এই এয়ারক্র্যাফ্ট-এ মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। যার ফলে মার্কিন প্রেসিডেন্টের বিমানের মতোই সুরক্ষিত থাকবে এই বিমান।
🔵 এই প্রথম কোনও ভারতীয় বিমানে সেল্ফ প্রোটেকশন স্যুট থাকছে। এর কাজ কী? শত্রুপক্ষের র‍্যাডারকে অনায়াসে জ্যাম করে দেবে এবং হিট সিকিং মিসাইলকে দূরে সরিয়ে রাখবে এই ব্যবস্থা।
🔵 বিমানের লার্জ এয়ারক্র্যাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার সিস্টেম রয়েছে।
🔵 বড় এয়ারক্র্যাফ্টগুলোকে মিসাইল থেকে রক্ষা করে এই বিশেষ প্রযুক্তি।
🔵 সাধারণ ক্যারিয়ার বিমানের থেকে আকারে এই বিমান তুলনামূলক চওড়া। সেল্ফ ডিফেন্স সিস্টেম ছাড়াও এতে রয়েছে একটি কনফারেন্স রুম।
🔵 আপত্কালীন পরিস্থিতির জন্য রয়েছে পেসেন্ট ট্রান্সপোর্ট ইউনিট। এ ছাড়া রয়েছে অন বোর্ড ওয়াইফাই সিস্টেম।
🔵 এগুলো ছাড়াও ২ হাজারেরও বেশি জনের জন্য খাবার সংগ্রহ করে রাখতে সক্ষম এই বিমান।