কলকাতা

নারদকাণ্ডে ইডি দপ্তরে হাজিরা দিলেন রত্না চট্টোপাধ্যায়

কলকাতাঃ নারদকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে সোমবার হাজিরা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়।সূত্রের খবর, স্বামীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন ও একটি সংস্থার আর্থিক লেনদেন নিয়ে তাঁকে প্রশ্ন করছেন তদন্তকারীরা।জানা গিয়েছে, গতকালই রত্নদেবীকে সমন পাঠিয়েছিল ইডি। সেইমতো সোমবার সকালে তদন্তকারী সংস্থাটির দপ্তরে পৌঁছান তিনি। সূত্রের খবর, আগেই শোভন পত্নীকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল তদন্তকারীদের হাতে। নারদের টাকা শোভনবাবুর কাছ থেকে কীভাবে হস্তান্তর হয়েছে এবং টাকা কি শোভনবাবু নিজের কাছে রাখেন, না রত্নাদেবীকে দেন? নাকি সম্পূর্ণ অন্য কারওর কাছে যায় ওই টাকা? সেই নিয়েই ফের রত্না চট্টোপাধ্যায়কে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। এর আগে রত্নাদেবীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।