জেলা

নিমতা হত্যাকাণ্ডে জোরাল ত্রিকোণ প্রেমের তত্ত্ব!

নিমতাঃ নবমীর রাতে বান্ধবীকে বাড়িতে ছেড়ে ফেরার সময় মৃত্যু হয়েছিল দেবাঞ্জন দাসের। সেই ঘটনার তদন্তে ক্রমশ দৃঢ় হচ্ছে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। ইতিমধ্যেই যুবকের বান্ধবীর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর ৮ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও অভিযুক্ত অধরা। নবমীর রাতে বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে গিয়েছিল দেবাঞ্জন দাস নামে ওই যুবক। রাত ২ টো নাগাদ বান্ধবীকে বিরাটির সর্দার পাড়ায় তাঁদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে এসেছিল দেবাঞ্জন। এরপরই দেবাঞ্জনের মৃত্যুর খবর আসে। পুলিশের তরফে জানানো হয়, ল্যাম্পপোস্ট, তারপর পাঁচিলে ধাক্কা খেয়ে উলটে গিয়েছে দেবাঞ্জনের বিলাসবহুল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুড়ি বছরের যুবকের। নিমতা থানা থেকে খবর পেয়ে এরপর রাতেই ঘটনাস্থলে যান দেবাঞ্জনের পরিবার ও পরিচিতরা। বিরাটি ব্রিজে গাড়ির ভিতর উদ্ধার দেবাঞ্জন দাসের রক্তাক্ত দেহ। তবে পুলিশ দুর্ঘটনায় মৃত্যুর কথা জানালেো গাড়ির চেহারা দেখেই সন্দেহ হয় পরিবারের। এরপর দশমীর সকালে অভিযোগ জানাতে নিমতা থানায় যান দেবাঞ্জনের বাবা। তখনই তিনি দেখতে পান যে, গাড়ির বাঁদিকে সিটের নীচে পড়ে রয়েছে বুলেটের অংশ। এরপরই গোটা ঘটনায় বান্ধবীর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন নিহত দেবাঞ্জনের বাবা।