কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ভারতের সঙ্গে পাকিস্তান দ্বিপাক্ষিক সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই নিয়ে তাঁরা কিছু পদক্ষেপও করেছেন। পাশাপাশি ইন্টেলিজেন্স সূত্রে খবর, ভারতে ফের হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জঈশ ই মহম্মদ। কাশ্মীরের শান্তি বিঘ্নের চেষ্টা চলছে। এই প্রেক্ষিতেই সতর্ক করে দিল ভারতীয় সেনা। ভারতীয় সেনার চিনার কর্পসের কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল কনওয়ালজিত্ সিং ধিলোঁ পাকিস্তানকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন। টুইটারে চিনার কর্পস একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে লেফটেন্যান্ট জেনারেল কনওয়ালজিত্ সিং ধিলোঁ বলছেন, কাশ্মীর উপত্যকায় বারবার পাকিস্তান ও সেদেশের সেনা শান্তি ভঙ্গ করেছে। তা সত্ত্বেও আমরা সকলের খেয়াল রাখছি। কেউ ফের শান্তি ভঙ্গ করতে এলে তা শেষ করে দেব।
"Lately #Pak has been openly threatening about certain incidents in #Kashmir. Notwithstanding we'll take care of all of them; let anyone come & try & disrupt the peace in valley, we will have him eliminated!"- #ChinarCorpsCdr#IndianArmy #commonCausePeace @SpokespersonMoD @adgpi pic.twitter.com/uOf3ZXGGt5
— Chinar Corps🍁 – Indian Army (@ChinarcorpsIA) August 8, 2019