দেশ

পাকিস্তানের ‘‌ডিএনএ–র মধ্যেই রয়েছে সন্ত্রাসবাদ’: অনন্যা আগরওয়াল

জম্মু–কাশ্মীর ইস্যুতে এবার পাকিস্তানকে মুখের উপর উপযুক্ত জবাব দিল ভারত। ‘‌আর্থিক সঙ্কটের বিরুদ্ধে লড়াই করা পাকিস্তানে সন্ত্রাসবাদের ডিএনএ রয়েছে’‌, প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী অনন্যা আগরওয়াল বলেন ওই কথা। তিনি আরও বলেন যে, ‘‌পাকিস্তান ক্রমশই ভিতরে ভিতরে ক্ষয়ে যাচ্ছে। পাকিস্তান একটি রাষ্ট্র হিসাবে সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়েছে। এমনকি পাকিস্তানের অর্থনীতি এবং উগ্র সমাজও সন্ত্রাসবাদের কবলে পড়ে ক্ষয়িষ্ণু হয়ে গেছে।’‌ পাকিস্তানের এই অবনমনের কারণও হল সন্ত্রাসবাদ, যা ওদের মজ্জায় প্রবেশ করেছে বলেই মনে করেন ভারতের ওই প্রতিনিধি। অনন্যা আগরওয়াল আরও বলেন, ‘‌পাকিস্তান যেভাবে ইউনেস্কোর মঞ্চকে অপব্যবহার করতে চেয়েছে, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছে এবং খারাপ ধরণের রাজনীতি করেছে আমরা তাঁর নিন্দা জানাই।’‌ পাকিস্তান চরমপন্থী মতাদর্শ এবং উগ্রপন্থা থেকে শুরু করে সন্ত্রাসবাদের অন্ধকারে আছন্ন– কাশ্মীর প্রসঙ্গে প্রতিবেশী দেশকে এভাবেই কড়া জবাব দেন ভারতের প্রতিনিধিরা।