কলকাতা

পুজো উপলক্ষ্যে টালা ব্রিজের উপর কয়েকটি রুটের বাস চালানোর আর্জি নবান্নের

কলকাতা: টালা ব্রিজ নিয়ে তৈরি হল জটিলতা। সোমবার নবান্নে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল পুজোর ভিড় সামলাতে ১১ অক্টোবর পর্যন্ত টালা ব্রিজের ওপর যাতে কয়েকটি রুটের বাস চালানো যায়। কিন্তু তাতে ঘোর আপত্তি জানায় রাইটস।বর্তমানে টালা ব্রিজের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে রাইটস আগেই জানিয়েছিল ৩ টনের বেশি ওজনের কোনও গাড়ি চালানো যাবে না ওই ব্রিজের ওপর। যে কোন মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারে। ফলে টালা ব্রিজের ওপর বাস চালানো যাবে কি না তা নিয়ে সোমবারও জটিলতা কাটলো না।মঙ্গলবার রাজ্য সরকারের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে আদপে ১১ অক্টোবর পর্যন্ত টালা ব্রিজের ওপর বাস চালানো যাবে কিনা। সোমবার নবান্নের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাইটসের জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ডিজাইনিং হেড। ছিলেন পিডব্লিউডি-র চিফ ব্রিজ ইঞ্জিনিয়াররাও। পাশাপাশি মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন সচিব সহ অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম।আপাতত সকলের চোখ এখন মঙ্গলবারের দিকেই। কারণ সেদিনই সকাল সাড়ে এগারোটায় রাজ্য সরকারের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হবে যে টালা ব্রিজের ওপর বর্তমানে বাস চালানো সম্ভব কিনা।