কলকাতা: দীর্ঘদিন ধরে কলকাতার একাধিক সেতু মেরামতের জন্য বন্ধ ছিল৷ তাই নাজেহাল অবস্থা হয়েছিল অফিসযাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের৷ অবশ্য সেই তালিকা থেকে বাদ পড়েনি স্কুল কলেজের পড়ুয়ারা৷এখন তো পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ ইতিমধ্যে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুজোর উদ্বোধন করে ফেলেছেন৷ তাই মহালয়ার পর দিন অর্থাৎ প্রথমা থেকেই শহরবাসী বেরিয়ে পড়েছে দেবী দুর্গা দর্শনে৷মেতেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব৷ প্রতিমা দর্শনে বেরিয়ে যদি অতিরিক্ত যানজটে পড়তে হয় তাহলে দিনটাই প্রায় মাটি৷ হয়রানির শেষ থাকবে না৷ তাই দর্শনার্থীদের কথা ভেবে খুলে দেওয়া হল তিনটি সেতু৷ যা স্বস্তির খবর দর্শনার্থীদের কাছে৷বেহালা, নিউ আলিপুর, চেতলা ও টালিগঞ্জের যানজট কিছুটা লাঘব করতে টালিনালার উপরে তিনটি সেতু খুলে দেওয়া হল৷ সোমবার রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম সেতুগুলির উদ্বোধন করেন৷মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরে বেহালাগামী রাস্তায় নিত্যদিনই যানজট হচ্ছিল৷ পুজোর সময়ে তা বাড়বে ভেবেই টালিনালার উপরে দু’টি সেতু তৈরি হয়েছে৷ একটি করুণাময়ী এসএনঘোষ ও এমজিরোড সংযোগকারী ক্যানাল সেতু৷দ্বিতীয়টি ইজাজাতুল্লা লেন এবং বিএল সাহা রোডের মধ্যে সংযোগকারী সেতু৷ নিউ আলিপুর ও বেহালামুখী গাড়ি ডিপিএস রোড ও প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে এই সেতুটি ধরা যাবে৷ অন্যটি চেতলা লকগেট সেতু৷পুলিশ কর্মীরা আশাবাদী এর ফলে ওই সব রাস্তায় যানজট কমবে৷ তবে প্রথম দু’টি সেতুতে একমুখী গাড়ি চলবে৷ মন্ত্রী জানান, চেতলা লকগেট সেতু ভেঙে তৈরি করতে হবে৷ আপাতত সেটি মেরামত করে কাজ চালানো হবে৷