জেলা

প্রধানমন্ত্রীর পাশে বসে চন্দ্রযান ২-র ল্যাণ্ডার বিক্রমের অবতরণ দেখবে বর্ধমানের মেয়ে ইউসরা

বর্ধমানঃ আগামী ৭ সেপ্টেম্বর মধ্যরাতে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান ২-র ল্যান্ডার বিক্রম। আর সেই মুহূর্তের সাক্ষী থাকবে বর্ধমানের মেয়ে ইউসরা আলম। বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসে চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের অবতরণ দেখবে ক্লাস নাইনের এই ছাত্রী। স্বাভাবিকভাবেই খুশি ইউসরার পরিবার, প্রতিবেশী ও তার স্কুল। গোটা দেশ থেকে মোট ৭৪ জন এই সুযোগ পেয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের ২ জন। সেই দু’জনের মধ্যে একজন হতে পেরে খুশি ইউসরা আলম। বর্ধমানের পীরবাহারামের বাসিন্দা ইউসরা আলম জানাচ্ছে, তার স্কুলের তরফে সে জানতে পারে গোটা দেশ থেকে অনলাইনে চন্দ্রযান-২ সংক্রান্ত একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই প্রতিযোগিতার নিয়মানুযায়ী ১০ মিনিটের মধ্যে ২০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। স্কুল থেকে খবরটি পাওয়ার পরে সেই প্রতিযোগিতায় নাম দেয় ইউসরা আলম। এরপর ৩০ অগাস্ট ISRO-র তরফে একটি মেল আসে ইউসরার কাছে। সেই মেলে জানানো হয়, বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণের সাক্ষী থাকার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে।