৫ মাসের প্রেম ৷ কিন্তু, মনোমালিন্য হওয়ায় সম্পর্কে ফাটল ৷ বদলা নিতে প্রেমিকাকে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আদালতে তোলা হলে অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত প্রেমিকের নাম বিশাল সাহানি ৷ বয়স ২৩ বছর । মাটিগাড়ার খোলাইভক্তরির বাসিন্দা । মঙ্গলবার তাকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের ৫ মাসের সম্পর্ক ৷ তারা মাঝে মধ্যেই দেখা করত । আচমকা সম্পর্কে চিড় ধরে । এতেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় অভিযুক্ত প্রেমিক । এই বিষয়ে ডিসিপি রাকেশ সিং বলেন, “অভিযুক্ত ও অভিযোগকারী দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু প্রেমিক বিশাল সাহনি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । সেই অভিযোগ পেয়েই বিশালের খোঁজ শুরু হয় । মঙ্গলবার তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় । তদন্ত করছে পুলিশ ৷ সব খতিয়ে দেখা হচ্ছে ।”