কলকাতা

ফের স্টিং অপারেশনের ভিডিও দেখিয়ে রাজ্যের ৬ মন্ত্রী ও ৩ বিধায়কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলল বিজেপি

কলকাতাঃ তৃণমূলকে আবার স্টিং-অপারেশনের জেরে অস্বস্তিতে ফেলার চেষ্টায় বিজেপি। স্টিং অপারেশনের ভিডিও দেখিয়ে পরিষেবা দেওয়ার নামে রাজ্যের ছয় মন্ত্রী ও শাসকদলের তিন বিধায়কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলল বিজেপি৷ আজ বিজেপি-র রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করে সেই ভিডিও দেখান কৈলাস বিজয়বর্গীয়। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়।  সেই ভিডিয়োতে টাকা নিতে দেখা গেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তাপস রায়, স্বপন দেবনাথ, অরূপ রায়, মলয় ঘটক, উজ্জ্বল বিশ্বাস ও তিন বিধায়ক অশোক দেব, স্মিতা বক্সী ও ইকবাল আহমেদকে ৷ যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ ৷ বিজেপি-র তরফে অভিযোগ করা হয়, পরিষেবা দেওয়ার নামেই টাকা নিয়েছেন তাঁরা ৷ সাংবাদিক বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘যারা ঘুষ নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ল, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না ৷ সরকার শুধুমাত্র বিজেপি কর্মীদের হয়রান করছে ।’ এক সপ্তাহের মধ্যে এই ৯ জনপ্রতিনিধির পদত্যাগ দাবিও করেন তিনি ৷ স্টিং অপারেশনের সত্যতা নিয়ে সন্দেহ হলে সিবিআই-কে দিয়ে ঘটনার তদন্তের দাবিও জানানো হয়েছে । দাবি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ না করলে তাঁরা রাজ্যপালের কাছে যাবেন বলেও জানিয়েছেন তিনি ৷ রাস্তায় নামারও হুঁশিয়ারি দিয়েছেন ৷ তিনি আরও বলেন, ‘উমেশকুমার বলে একজন এই স্টিং অপারেশনটি চালিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় তাঁর প্রোফাইল থেকে ডাউনলোড করে আমরা আপনাদের সামনে এই ভিডিয়োটি দেখাচ্ছি । যাঁরা কাটমানি বিরুদ্ধে কথা বলেছিলেন তাঁরাই শিক্ষার নাম করে টাকা নিয়েছেন । এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন । মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সপ্তাহ সময় দিলাম কোনও ব্যবস্থা না নিলে আমরা রাজ্যপালের কাছে যাব এবং আন্দোলনে নামব।’ যদিও  ভিডিয়ো প্রকাশিত হওয়ার পর তাপস রায় দাবি করেছিলেন, তিনি টাকা নেননি। ওই কণ্ঠস্বরও তাঁর নয়। এমনকি, টাকা নেওয়া প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও চ্যালেঞ্জ ছুড়েছিলেন।

https://www.facebook.com/BJP4Bengal/videos/2553855451389475/