কলকাতা: আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে অতিরিক্ত ৬০০ কর্মীকে ভোটের ময়দানে নামাতে চলেছে রাজ্যের শাসক দল। লক্ষ্য ২০২১-এর বিধানসভা নির্বাচন নয় বরং এবার লক্ষ্য ২০২০-এর পুরসভা নির্বাচন। কলকাতা সহ ১০৯ টি পুরসভায় নির্বাচন রয়েছে আগামী বছর। সেই নির্বাচন জিততেই আপাতত মরিয়া তৃণমূল।পুজো মিটতেই রাজ্যের শাসক দল শুরু করেছে জনসংযোগের দ্বিতীয় পর্যায়। ‘দিদিকে বলো’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ১০ দিনে ২০০০ গ্রামে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে তৃণমূল। সেই উপলক্ষ্যেই ৬০০ নেতা-কর্মীকে নামানো হয়েছে ময়দানে।তাঁরা এলাকায় ঘুরে ঘুরে মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবেন। সমস্যার সমাধান করে দেবেন। আর না পারলে দিদির দফতরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। তৃণমূলের শীর্ষ নেতাদের বৈঠকে স্থির হয়, ২০ মাসের মধ্যে ৮০ শতাংশ বাড়িতে পা দেবে তৃণমূল।‘দিদিকে বলো’ কর্মসূচির প্রথম পর্যায়ে বিধায়ক, সাংসদদের গ্রামে গ্রামে ঘুরে রাত কাটাতে দেখা গিয়েছিল। এবার ব্লক সভাপতিদের উদ্দেশ্যে সেই বার্তা দিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সিও ছিলেন অভিষেকের এই ঘোষণার সময়।