ইংরেজি মাধ্যম হলেও স্কুলগুলিতে কোনওভাবেই বাংলা ও বাংলা ভাষার ঐতিহ্য বা গুরুত্ব কোনওভাবেই নষ্ট হবে না। মঙ্গলবার দমদম মাঠকল রবীন্দ্রনগরে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা একটি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধনে এসে এ কথা পরিষ্কার জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এই ১০০টি ইংরেজি মাধ্যম স্কুলের ইউনিফর্ম এক করা যায় কি না, সেটাও দেখছেন মন্ত্রী। স্কুলের উদ্বোধন করে মন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, ‘এই স্কুলটি গড়ে তোলার জন্য জমিটি দান করেছেন শিক্ষা অনুরাগী দৃষ্টিহীন চিন্ময় মণ্ডল। তাঁর মায়ের নামে সুদৃশ্য পাঁচতলা এই স্কুলটির নামকরণ করা হয়েছে— ভবতারিণী মণ্ডল মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম ইন্টিগ্রেটেড স্কুল।’ অনুষ্ঠানে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘এই স্কুলে ৩২ জন শিক্ষক–শিক্ষিকা নেওয়া হচ্ছে। সিবিএসই, আইসিএসই বোর্ডে পড়াশোনা করা ইংরেজিতে দক্ষদেরই নেওয়া হবে। ক্লাস শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। প্রধান শিক্ষিকা হচ্ছেন ইন্দ্রাণী মুখার্জি।’ দুই মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন সাংসদ সৌগত রায়, দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান পাচু রায়, পুরসভার সিআইসি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ডিআই দীপঙ্কর রায়, প্রদীপ মজুমদার, গোপা পান্ডে প্রমুখ।