দেশ

বাজেটের ঘোষণার পরই দেশজুড়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লিঃ বাজেটের ঘোষণার পরই দেশজুড়ে পেট্রোল-ডিজেলের নতুন দর চালু হয়ে গেল। অর্থমন্ত্রী পেট্রোল ও ডিজেলের ওপর লিটার প্রতি ১ টাকা করে উৎপাদন শুল্ক ও সড়ক সেস বসানোর প্রস্তাব দিয়েছেন। ফলে পেট্রোলের দাম বাড়ল লিটারে ২ টাকা ৪৫ পয়সা। ডিজেল বাড়ছে লিটারে ২ টাকা ৩৬ পয়সা। দিল্লিতে শনিবার পেট্রোলের দাম হয়েছে ৭২ টাকা ৯৬ পয়সা, ডিজেল ৬৬ পয়সা ৬৯ পয়সা। কলকাতায় পেট্রোল ৭৫ টাকা ১৫ পয়সা, মুম্বইয়ে পেট্রোল ৭৮ টাকা ৫৭ পয়সা। জ্বালানির এই দরবৃদ্ধির ফলে সরকারের রাজস্ব বাড়বে অনেকটাই। কমকরেও ১২ হাজার কোটি টাকা বাড়িত উপার্জন হবে।