দেশ

বিক্রমকে জাগাতে ইসরো-র সঙ্গে নাসা-র যৌথ প্রচেষ্টা

রবিবারই জানা যায় যে চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার লক্ষ্যে পৌঁছন বিক্রম এখনও অক্ষত। এরপর থেকে ইসরো-র সঙ্গে কোমর বেঁধে চেষ্টা চালাচ্ছে নাসা-ও। গত ৭ সেপ্টেম্বর রাতে ইসরো-র পাঠানো চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম-এর ‘সফ্ট ল্যান্ডিং’ এর জায়গায় হয়ে যায় ‘হার্ড ল্যান্ডিং’। আর তাতেই ঘটে যায় বিপত্তি। বিক্রমের সঙ্গে সেই রাত থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় ইসরো-র সম্পর্ক। এরপর , ‘বিক্রম’-এর সঙ্গে ফের যোগাযোগ স্থাপন করতে মরিয়া চেষ্টায় ইসরো-র পাশে নেমেছে নাসা-ও। নাসা-র তরফে তাদের ‘ডিপ স্পেস’ অ্যান্টেনা-গুলি ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জোরদার। জানা গিয়েছে,হার্ড ল্যান্ডিং হওয়ার পর থেকে নিস্তেজ হয়ে রয়েছে বিক্রম। আর তার জন্যই ভারতের বিক্রমকে ক্রমাগত জাগিয়ে তোলবার চেষ্টা করে চলেছে নাসা-র মহাকাশের এই গভীর অ্যান্টেনাগুলি। হাতে সময় কম। পাঁচ দিনে কেটে গিয়েছে ৷ হাতে রয়েছে এখন মাত্র ১০ দিন ৷