মালদা

বিচারাধীন বন্দি পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

হক জাফর ইমাম, মালদাঃ বিচারাধীন এক বন্দি পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা ইংরেজবাজার শহরে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মালদা গৌড় রোড এলাকায়। ঘটনার পর ওই বন্দীর খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে,ওই বিচারাধীন বন্দির নাম নাবিউল শেখ (২০)। তার বাড়ি কালিয়াচক থানার শেরশাহি এলাকায়।  গত ৮ আগস্ট ইংরেজবাজার থানার পুলিশ তাকে সুস্থানি মোড় এলাকা থেকে বেআইনি মাদক বিক্রির কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি অসুস্থ হওয়ার কারণে সংশোধনাগার থেকে তাকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।  চিকিৎসার পর রবিবার মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে সংশোধনাগরে গাড়ি করে ফেরার সময় সুযোগ বুঝে পালিয়ে যায় বিচারাধীন ওই বন্দি বলে অভিযোগ। পরে তার খোঁজে তল্লাশি শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। মাদকদ্রব্য বিক্রির অভিযোগে নাবিউল শেখকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর জেলা আদালতের নির্দেশে তাকে সংশোধনাগারে পাঠানো হয়। এদিন সকালে ওই বিচারাধীন বন্দি নিজেকে অসুস্থ বোধ করে। তারপরে তাকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা করিয়ে সংশোধনাগারে ফেরার সময় গৌড়রোড এলাকায় পুলিশের গাড়ি থেকেই তদন্তকারী অফিসারদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ওই বিচারাধীন বন্দি।আরও জানা গিয়েছে, গৌড়রোডে যানজট বেঁধেছিল তখনই পুলিশের গাড়িটির গতি আস্তে করা হয়েছিল। পিছনে বসে ছিল ওই বিচারাধীন বন্দি। বমি করার অজুহাতে হঠাৎই দরজা খুলে বের হতে চাই ওই বন্দি। এরপরই কর্তব্যরত পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই বন্দি। তার পিছু ধাওয়া করে ওই বন্দীকে ধরা যায় নি। মুহুর্তের মধ্যে গা ঢাকা দেয় ওই বিচারাধীন বন্দি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আসামীর খোঁজে তল্লাশী শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।