কলকাতা

বিদ্যাসাগর সেতুর রক্ষনাবেক্ষণের র‍্যাপিড একশান টীম

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ বিদ্যাসাগর সেতুর রক্ষনাবেক্ষণের জন্য এবার তৈরি করা হবে র‍্যাপিড একশান টীম। হাওড়া রিভার এন্ড ব্রিজ কর্পোরেশনের ইঞ্জিনিয়ার, সেতু বিশেষজ্ঞ ও প্রযুক্তি বিদদের নিয়ে এই টিম তৈরি করা হবে। নিজেদের উপযুক্ত বিশেষজ্ঞ না থাকায় বাইরের বিশেষজ্ঞ দের নিয়ে এই টিম তৈরি করা হবে বলে জানা গেছে। এই টীম নিয়মিত নজরদারি করবে এই সেতুর। বিদ্যাসাগর সেতু তৈরি হয়েছে ২৭ বছর আগে। সেতু নির্মাণ কাজে ব‍্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল‍্যাব, এক্সপ‍্যানসন জয়েন্ট প্রভৃতির আয়ু ২৫ বছরের। ফলে সেগুলি বদলের প্রয়োজন হয়ে পড়েছে। এই কাজে ‘রাইটস’-কে কাজে লাগাতে চাইছে এইচ আর বি সি। এই কাজের জন‍্য খরচ ধরা হয়েছে ২০৪কোটি টাকা। ইতিমধ‍্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। বিদ‍্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলী সেতুতে মোট ১৫০ টি স্টে কেবল রয়েছে। প্রাথমিক পর্যায়ে মূলতঃ এই স্টে কেবল গুলোকেই বদলানো হবে। ইতিমধ্যেই এক্সপ‍্যানসন জয়েন্ট গুলি বদলের কাজ চলছে। প্রসঙ্গত সারা দেশে কোনো একদিনের নিরিখে এই সেতু দিয়েই সবচেয়ে বেশি চলাচল করে।