আজ বিশ্ব ক্যানসার দিবস। আজকের দিনে বিশ্বের ক্যানসার রোগিদের মনোবল জোগালেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বিশ্ব ক্যানসার দিবসে সারা বিশ্বে ক্যানসার নিয়ে বহু সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । বিশ্ববাসীকে এই রোগ থেকে মুক্তি দেওয়ার জন্যে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি তৎপর হয়ে উঠেছে । এই উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক অনুষ্ঠান, আলোচনা, প্রচার, বক্তৃতা, পথনাটিকা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আজকের দিনে মাত্র কয়েকটি কথায় ক্যানসার আক্রান্তদের সাহস দিলেন ঋতুপর্ণা। টুইটে তিনি লেখেন, ‘যারা প্রতিদিন এই ভয়ানক অসুখের সাথে দিন-রাত লড়ছেন তাদের জানাই আমার তরফ থেকে Salute। আপনারাই পারবেন “We Shall Overcome”, এই phrase টাকে জাস্টিফাই করতে! সুস্থ থাকুন, খুশি থাকুন!’ ক্যানসার আক্রান্ত হওয়া সত্ত্বেও যারা প্রতিনিয়ত মারণ রোগের সঙ্গে মনের জোরে যুদ্ধ করে চলেছেন, তাঁরাই হৃদয়ঙ্গম করতে পারবেন এ কথার অর্থ। তাঁরাই কেবল জানেন এ কথার সঠিক মানে! তাঁদের প্রত্যেককে অভিনেত্রী স্যালুট জানিয়েছেন এবং সুস্থতা কামনা করেছেন আজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র পক্ষ থেকে জানানো তথ্যটি হয়েছে আগামি ২০৪০ সালের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলিতে ৮০ শতাংশ মানুষের মৃত্যুর অন্যতম কারণ হবে ক্যানসার। ক্যানসার আক্রন্তের সংখ্যা বৃদ্ধির বিশেষ কারণ হল তামাকজাত সামগ্রী সেবন। পাশাপাশি তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশগুলিতে ক্যানসারের সঠিক চিকিৎসা উপলব্ধ হলেও সচেতনতা এবং অর্থনৈতিক অবস্থাও বহু ক্ষেত্রে দায়ী। উল্লেখযোগ্য যে, ক্যানসার আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে ভারতে। ২০১৮ সালে যে সংখ্যা ছিল ২৫ লক্ষে, তা অস্বাভাবিকভাবে বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লক্ষে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ দাবি জানাচ্ছে, প্রতি দিন প্রায় ১৩০০ জন রোগি মারা যাচ্ছেন ক্যানসারে। তবে সে সময় আর নেই যখন এই রোগের কোন উত্তর ছিল না। বর্তমান সময় কিন্তু অত্যাধুনিক চিকিত্সার জোর এবং সবচাইতে বড় নিজের মনের জোরে লড়ে চলেছেন আক্রান্তরা।