জেলা

বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভারত সেবাশ্রম সংঘ

জ্যোর্তিময় দত্তঃ ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যখনই মানুষ বিপদে পড়েছে তখনই সবার আগে আর্ত পীড়িত মানুষের সাহার্যাথে এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ। বন্যা, অগ্নিকাণ্ড, সাইক্লোনে, আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এবারও তার কোন ব্যতিক্রম হল না। বুলবুল সাইক্লোন আসার পরদিন থেকেই ভারত সেবাশ্রম সংঘের সেবা কার্যক্রম হয়েছে গত কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলে। বুলবুল ধ্বংসলীলার পরপরই ভারত সেবাশ্রম সংঘ হাতে হাত মিলিয়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা কার্য চালাচ্ছেন। আজ উত্তর 24 পরগনার সন্দেশখালি, সিতুলিয়া, হাটগাছি ও গোলাবন এর বিভিন্ন জায়গায় ত্রাণকার্য করা হয়েছে। শুকনো খাবার, ধুতি, শাড়ি, কম্বল, চাদর ত্রিপল, বিস্কুট, শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। আজ সকালে বালিগঞ্জের কেন্দ্রীয় অফিস থেকে বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে সংঘের অগ্নিশ্বরানন্দ মহারাজ সাইক্লোনে বিধস্ত বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেছেন, বুলবুল আক্রান্ত মানুষদের সব রকম সহযোগিতা করার পাশাপাশি যাদের ঘরবাড়ি হারিয়েছেন সংঘের পক্ষ থেকে তাদের ঘরবাড়ী তৈরী করে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।